
নাটু নাটুর অস্কার জয়ের পর থেকেই গর্বিত গোটাদেশ। এবার অভিনেতা অজয় দেবগনের মন্তব্যে উঠল হাসির রোল। তাঁর জন্যই নাকি অস্কার জিতেছে নাটু নাটু।এসএস রাজামৌলির RRR-এর অস্কার জয়ের ব্যাপারে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন। অভিনেতা অজয় দেবগনও রয়েছেন সেই তালিকায়। আইকনিক এই জয়ে তিনি একটি মজার মন্তব্য করেছেন।
সম্প্রতি, অজয় দ্য কপিল শর্মা শোতে তাব্বু এবং দীপক ডোবরিয়ালের সঙ্গে হাজির হয়েছিলেন। তাঁদের আসন্ন অ্যাকশন-থ্রিলার ভোলা ছবির প্রচারের জন্য আসতে দেখা যায়।কপিল এবং তাঁর দল তাঁদের অতিথিদের সঙ্গে বেশকিছু মজার কথোপকথনে ব্যস্ত ছিলেন। কপিল শর্মা অজয়কে RRR অস্কার পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। রাম চরণ, জুনিয়র এনটিআর-অভিনীত ছবিতে অজয়কে একটি চরিত্রে ক্যামিও করতে দেখা গিয়েছিল। তাই, কপিল যখন ঐতিহাসিক জয়ের জন্য তাঁর অভিমত জানতে চান, তখন অজয় দাবি করেন, নাটু নাটু তাঁর কারণেই অস্কার জিতেছে।
যখন কপিল তাঁকে ব্যাখ্যা করতে বলেন, তখন অজয় বলেন, “যদি আমি ওই গানে একটু নেচে দিতাম।” অজয় নিজের নাচ নিয়ে নিজেই নিজেকে ‘খারাপ নর্তকী’ বলে আখ্যায়িত করলেন।অনেক নেটিজেন অজয় এবং তাঁর রসবোধের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, “যখনই অজয় স্যার কপিল শর্মার শোতে আসেন, এটি সেরা পর্ব হয়ে ওঠে।” অন্য একজন লিখেছেন, “এই পর্বে ডার্লিং তাব্বু এবং অজয়কে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”