শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত ১ মিনিট সব আলো নিভিয়ে একসাথে দাঁড়িয়ে নীরবতা পালন করে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে গণহত্যার ঘটনাকে স্মরণ করে একাত্তরের ২৫ মার্চের ভয়াল সেই ‘কালোরাত’ স্মরণ করল দেশ।১৯৭১ সালের এই রাতেই পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় বাংলাদেশের মানুষ। সেদিন রাতে ঘুমন্ত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যার জন্য ট্যাঙ্ক ও সাঁজোয়া বহর নিয়ে পথে নামে সশস্ত্র পাকিস্তান সেনাবাহিনী। শুরু হয় পাকিস্তানিদের সুপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’। এক রাতেই সেদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যার শিকার হয় লাখো বাঙালি।২০১৭ সালে এই জঘন্য গণহত্যা স্মরণে ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা করা হয়েছে। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যপি বিভিন্ন সংগঠন নানাবিধ আয়োজন করে।
সংবাদ শিরোনাম ::
‘কালোরাত’ স্মরণ করল দেশ
- ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩
- ১৬৬৯ বার পড়া হয়েছে
ট্যাগস :