দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের কয়েকজন তারকাকে ডেকে নিয়ে আলোচনায় আসা ‘আরাভ খাঁনের’ বিষয়ে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার কথা জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।দুবাইয়ে আরাভ এখনও গ্রেপ্তার হননি, জানালেন পুলিশ প্রধান।পুলিশ কর্মকর্তা এসবির পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম বলে নিশিচত হওয়ার পর তার নামে ইন্টারপোলে রেড নোটিস জারি করা হয়।
শনিবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে পুলিশ প্রধান সাংবাদিকের বলেন, “পুলিশ হত্যা মামলার পলাতক আসামি হিসেবে রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিস জারি করা হয়েছে। আমাদের সঙ্গে ইন্টারপোলের যোগাযোগ রয়েছে।”ইন্টারপোলে রেড নোটিস জারির পর ‘আরাভকে’ ডেকে নিয়ে দুবাইয়ের পুলিশ কথা বলেছে বলেও প্রকাশ পেয়েছে দেশের সংবাদমাধ্যমে। আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর দুদিন আগে বলেছিলেন, আরাভ দুবাই পুলিশের নজরদারিতে রয়েছে।
আরাভ আটক হয়েছেন কি না জানতে চাইলে আইজিপি বলেন, “দুবাইয়ে আরাভ খাঁন আটকের কোনো তথ্য জানা নেই।”