ইউক্রেনের আটটি অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২৫ মার্চ) রাতভর এসব অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১৬ জন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
নতুন করে গোলাবর্ষণের বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মর্টার, ট্যাংক, আর্টিলারি দিয়ে ব্যাপক আক্রমণ করেছে রাশিয়ার বাহিনী।এই আট অঞ্চলে এটিই রাশিয়ার সবশেষ বড় ধরনের হামলা। মস্কোয় গত সপ্তাহে তিন দিনের সফর শেষ করে বেইজিংয়ে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট। তার সফর শেষ হওয়ার পর ইউক্রেনে হামলার গতি বাড়িয়েছে রুশ বাহিনী।
বেসামরিক স্থাপনায় রাশিয়ার ধারাবাহিক হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাপোরজ্জিয়ার এক শিক্ষার্থী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, আমরা সবাই ক্ষুব্ধ। আমরা ভয় পাই না। কেন আমাদের বাড়ি ধ্বংস করে দেওয়া হবে।
এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে পুতিনের সঙ্গে শনিবার (২৫ মার্চ) ফোনালাপ করেন তুর্কি প্রেসিডেন্ট।
পশ্চিমা হুমকি উপেক্ষা করে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরু করে রাশিয়া। এই যুদ্ধে রাশিয়ার হামলায় কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ মিত্রদেশগুলো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd