কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মদিনা পরিবহন নামে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ আরও চার জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সুয়াগাজীর ফুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী মাটিয়ারা গ্রামের বাসিন্দা আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)। আহতরা হলেন নিহত ফাতেমার ছেলে মো. জুনাইদ (৯), স্থানীয় মাদ্রাসাশিক্ষার্থী শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক আশিক (২৫)।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌদ্দগ্রামমুখী যাত্রীবাহী মদিনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী আমানুল্লাহ। পরে কুমিল্লা মেডিক্যালে নেওয়ার পথে মারা যান ফাতেমা আক্তার।কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে বাসটিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। বাসটিকে শনাক্ত করে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd