সময়ের প্রতিশ্রুতিশীল সঙ্গীত পরিচালক ও শিল্পী শান্ত শান আসছে ইদে প্রকাশ করতে যাচ্ছেন নিজের একক গান। নিয়মিত বিজ্ঞাপন ও বিভিন্ন মাধ্যমে সংগীত পরিচালনার পাশাপাশি নিজের একক গান প্রস্তুত করছেন শ্রোতাদের উদ্দেশ্যে। তাঁর সাথে একক আলাপচারিতায় প্রতিবেদককে তিনি জানান দীর্ঘদিন বাদে একক গান প্রকাশ করতে যাচ্ছেন। বিজ্ঞাপন,নাটক ও অনান্য মাধ্যমে সংগীত ও অলংকরনের কাজের ব্যস্ততায় এতোদিন নিজের গানগুলোতে সময় দিতে পারেননি। তবে নিজের একান্ত কিছু ভালোবাসার শ্রোতাও বন্ধুদের নিয়মিত পিড়াপিড়িতে এবার নিজের একক গান নিয়ে এই ইদে হাজির হচ্ছেন তিনি। তিনি বলেন, আশা করছি ভিন্ন স্বাদের কিছু গান উপহার দিতে পারবো।শ্রোতাদের আশা করছি ভালো লাগবে গানগুলো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd