রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন “জিয়া মঞ্চ” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকাল ১০টায় জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জিয়া মঞ্চের নেত্রীবৃন্দ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে তাদের সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান জানান ,বর্তমান সরকারের অপশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে তারা রাজপথের চলমান আন্দোলন আরো বেগবান করবেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত। এ সময় তিনি বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারলে দেশে প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে, মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তের যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
কেন্দ্রীয় জিয়া মঞ্চের পক্ষ থেকে তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।
কেন্দ্রীয় নেতারা সহ এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ,সাধারন সম্পাদক ফয়জুল্লাহ ইকবাল সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন সহ প্রমুখ।