দুধের ন্যায্য দাম না পাওয়ায় সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানিয়েছে পটুয়াখালী জেলার খামারিরা। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী পুরাতন বাজার এলাকায় প্রায় ২০ জন খামারি দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় সড়কে দুধ ঢেলে বাড়ি ফিরে গেছেন।
খামারিরা বলছেন, মিষ্টির দোকানদাররা দুধের মূল্য কমাতে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে থেকে দুধ এনে আমাদের ক্ষতিগ্রস্ত করছে। প্রতিদিন গাভীর খাবার ও পরিচর্যা বাবদ অনেক খরচ হয়। দুধ বিক্রি করতে না পারলে আমাদের বিপদের সীমা থাকবে না।
এদিকে রমজান মাসে মিষ্টির চাহিদা কমে যাওয়ায় দুধের চাহিদাও কম বলছেন ব্যবসায়ীরা।রমজানে সব পণ্যের দাম বৃদ্ধি পেলেও কেন দুধের দাম কমে গেছে বিষয়টি ক্ষতিয়ে দেখার কথা জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুয়ার বিশ্বাস।
পটুয়াখালী জেলায় ৩৯৩টি গরুর খামার রয়েছে। প্রতিদিন এসব খামার থেকে দুই টন দুধ পাওয়া যায়। এসব খামারের দুধ স্থানীয় হাট-বাজারে বিক্রি হয়। বাড়ির পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি একেকজন খামারি বিভিন্ন মিষ্টির দোকানীর কাছে ৪০ থেকে ৬০ লিটার দুধ বিক্রি করেন। কিন্তু রমজানের কারণে বাজার মন্দা থাকায় মিষ্টির দোকানিরা দুধ কম কিনছেন। ফলে বাজারে দুধের দাম স্বাভাবিকের চেয়ে অনেক কম। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খামারিরা। বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে খামারিদের।