মঙ্গলবার(২৮ মার্চ) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বি এন পি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসানের নিজ বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পুলিশি বাঁধার ঘটনা ঘটেছে।জানা যায় ওই নেতা তাঁর নিজ বাসভবনে এলাকাবাসীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ সময় উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে পুলিশ তার বাসভবনের সামনে অবস্থান নেয় এবং ভেতরে প্রবেশ করতে বাঁধা প্রদান করে।পরবর্তীতে পুলিশি বাঁধা উপেক্ষা করে নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ভেতরে প্রবেশ করেন। ইফতারের কিছু পূর্বে পুলিশ স্থান ত্যাগ করে।
এ সময় নাজমুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন,সম্পুর্ণ ফ্যাসিস্ট কায়দায় সরকার জনগনের মানবাধিকার কেড়ে নিয়েছে।রমজানের মতো পবিত্র একটি মাসে ইফতার মাহফিলের মতো আয়োজনে পুলিশ বাঁধা প্রদান করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।তিনি এ ঘটনায় নিন্দা প্রকাশ করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ধরনের কোন ঘটনা তাঁর জানা নেই। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ধরনের গণজামায়াতের উপর পর্যবেক্ষনের নির্দেশ রয়েছে।সরকারি নির্দেশনা সকলের মেনে চলা উচিৎ। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd