নওগাঁয় চলতি বছর আলুর বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে আলুর কাঙ্খিত দাম না পেয়ে হতাশ চাষিরা। তাদের অভিযোগ, হাটে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে মিলছে না ন্যায্য দাম।
নওগাঁর বরেন্দ্র এলাকার মান্দা, আত্রাই, মহাদেবপুর বদলগাছী ও রাণীনগরের নদী তীরবর্তী বেলে-দোঁয়াশ মাটিতে সবচেয়ে বেশি উৎপাদন হয় আলু। জেলার মাঠগুলোতে প্রায় ১০০ দিন নীবিড় পরিচর্যার পর এখন সেই আলু ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
এদিকে উন্নত জাত আর আধুনিক চাষাবদে চলতি বছর ভালো ফলন হয়েছে বলে দাবি কৃষি বিভাগের।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনজুর এ মওলা বলেন, বিদেশে রফতানিযোগ্য আলুর জাতগুলো উন্নত করতে পারলে কৃষকের ক্ষতির শঙ্কা কমে আসবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd