প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১১:৪৬ এ.এম
ফোনে স্প্যাম কল আসা বন্ধ করুন

জরুরি কোনো কাজ বা মিটিংয়ে আছেন এমন সময় দেখা যায় কল এসেছে ফোনে। তড়িঘড়ি করে ফোন ধরে দেখলেন স্প্যাম কল। এমন ঝামেলা পোহাতে না হলে স্প্যাম কল আসা ফোন থেকেই ব্লক করতে পারবেন।
যেভাবে কাজটি করবেন-
- আপনার স্মার্টফোন থেকে গুগল অ্যাপে যান।
- স্ক্রিনের উপরের ডান দিকে কোণায় থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
- সেখান থেকে সেটিংসে যান।
- এখানেই পেয়ে যাবেন ব্লক নম্বর অপশন, সেটি সিলেক্ট করুন।
- এখান থেকে আননোন অপশনটি সিলেক্ট করুন।
ব্যাস, এবার থেকে অপরিচিত নম্বর থেকে আসা কল আপনাআপনি ব্লক হয়ে যাবে। আপনার কন্টাক্ট লিস্টে যেসব নম্বর নেই সেগুলো থেকে কল আসবে না, বিশেষ করে যেগুলো বিজ্ঞাপন বা হ্যাকারদের কল সেগুলো ব্লক হয়ে যাবে।
সূত্র: গ্যাজেটস নাও।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd