প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১১:৪৯ এ.এম
বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীদের নির্দেশনা

রাজধানীর বিমানবন্দর সড়কে চলাচলকারী যাত্রীদের হাতে সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা দিয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।
মঙ্গলবার রোডস অ্যান্ড হাইওয়ের (আরএইচডি) বরাত দিয়ে নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নকারী এই সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সেতু নির্মাণের প্রয়োজনে বিমানবন্দর মহাসড়কে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত প্রতি শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গাড়ি চলাচল সীমিত থাকবে। যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ করা হলো।
সেই হিসাবে ৩১ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত ১৭টি শুক্রবার রয়েছে। এই ১৭ রাতে ৭ ঘণ্টা করে ওই পথে যান চলাচল সীমিত থাকবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd