- রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন ঈদুল ফিতরের ১০ দিন আগে থেকে অনলাইনে রেলের শতভাগ টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া ঈদে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেন রেলমন্ত্রী।
- নুরুল ইসলাম সুজন বলেন, ‘একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট— উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।
রেলমন্ত্রী আরো বলেন ‘ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd