নববর্ষ ও ঈদুল ফিতরের মতো বড় দুটি উৎসব কে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং সেন্টার গুলোতে শুক্রবার (৩১ মার্চ) ছুটির দিনে বেড়েছে ক্রেতাদের ভীড়। ফুটপাত থেকে শুরু করে ফ্যাশন হাউজ গুলোতে ছিলো লক্ষণীয় ক্রেতাদের ভিড়।পরিবার পরিজনকে নিয়ে উৎসব পালন করতে সাধ্যের সাথে সমন্বয় করে কেনাকাটা করছেন রাজধানীবাসী।
আজ রাজধানীর নিউ মার্কেটে লক্ষণীয় ভীড় লক্ষ্য করা যায় ।সব দোকানেই ছিলো ক্রেতা সমাগম। ক্রেতা,বিক্রেতাদের উভয়ের সাথে কথা বলে জানা যায় এবার পোশাকের দাম চড়া। গত বছরের তুলনায় সব পোশাকেই দাম বেড়েছে ২০থেকে ৩০ শতাংশ।
বিক্রেতারা বলছেন, এবার ও ঈদ ও পহেলা বৈশাখ (নববর্ষ) কাছাকাছি সময় হওয়ায় বাড়তি বিক্রির আশা করছেন তারা। এরই মধ্যে যারা বেতন পেয়ে গেছেন, তারা আগেভাগে ছুটে আসছেন মার্কেটে। এখন পোশাক ও জুতা কিনছেন। এপ্রিলের ১৮-২০ তারিখ পর্যন্ত এভাবে পোশাক কেনাকাটার ভিড় থাকবে। তারপর ঘর সাজানোর তৈজসপত্র ও ক্রোকারিজ পণ্যের বিক্রি বাড়বে।
শুক্রবারের বিক্রি ও দামের বিষয়ে জানতে চাইলে একাধিক বিক্রেতারা বলেন, আগামী রোববার থেকে ক্রেতাদের পকেটে বেতন ঢুকবে। ৫ তারিখের পর বিক্রি জমে উঠবে। তবে ছুটির দিন থাকায় আজ ক্রেতা বেশি, বিক্রিও ভালো।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd