
কারণ দর্শানো নোটিশের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় নায়ক রুবেল ও নায়িকা সুচরিতার চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পদ স্থগিত করা হয়েছে। এছাড়াও শোকজের জবাব না দেওয়ায় চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদও বাতিল করতে যাচ্ছে সমিতি।
বিদেশে থাকায় নির্ধারিত সময়ে শোকজের জবাব দিতে পারেননি জায়েদ খান। যে কারণে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত হতে পারে রোববার (২ এপ্রিল) সমিতির কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভায়।
গত ২২ ফেব্রুয়ারি দেয়া চিঠিতে বলা হয়, আপনি (জায়েদ খান) সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য হয়ে, বেশ কয়েকদিন থেকে বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউব চ্যানেলে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করছেন, যা সমিতির সাধারণ সদস্য ও সমিতির ভাবমূর্তি দেশের মানুষের কাছে ক্ষুণ্ন হয়েছে।
আর যে বিষয়টি স্পষ্ট তা হলো, এ পদটি নিয়ে মামলা চলমান। উনি কোনোভাবেই আমাকে চিঠি দিতে পারেন না। কারণ দর্শানোর যদি চিঠিই দিতে হয় তাহলে সমিতির সভাপতি অফিসিয়াল প্যাডে আমাকে দিতেন। শুধুমাত্র আমাকে হয়রানির জন্য তারা এ সমস্ত কার্যকলাপ করে যাচ্ছেন। অর্থাৎ ক্ষমতা দেখিয়ে পদ বাতিলের মিশনে নেমেছেন। তবে সাংগঠনিকভাবে তিনি আমার সদস্য পদ বাতিল করতে পারবেন না।’
এদিকে, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (সহ-সভাপতি) ও নায়িকা সুচরিতাকে দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় (২২ ফেব্রুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক) কার্যকরী পরিষদের সদস্যপদ স্থগিত করা হয়।