প্রায় ২ মাস জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে বাড়ী ফিরলেন অভিনেত্রী শারমিন আঁখি। শুটিং স্পটে অগ্নি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। দুর্ঘটনার পর এই প্রথম ক্যামেরার সামনে কথা বলেন ছোটপর্দার এই অভিনেত্রী। জানিয়েছেন ভয়াবহ সেই দিনটির কথা।
২ মাস হাসপাতালে কাটিয়ে, ছাড়া পেয়ে এমনই অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী শারমিন আঁখি। ২৮ মার্চ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তাকে ছাড়পত্র দেয়ার কথা জানানো হয়।
প্রচণ্ড শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়েও এই অভিনেত্রীর মুখে ছিলো আত্মবিশ্বাসের হাসি। চিকিৎসকেরা জানান, এই আত্মবিশ্বাস ছিল বলেই তাকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে।
মাথায় গজিয়েছে নতুন চুল। মুখে কালচে দাগ। দুই হাতের দগ্ধ জায়গা লালচে হয়ে আছে। ঘটনার পর প্রথমবার গণমাধ্যমের সামনে কথা বলেলেন শারমিন আঁখি। বিভিন্ন মাধ্যমে আগুনের সূত্র হিসেবে সিগারেট, বডি স্প্রে, হেয়ার স্ট্রেটনারের কথা এলেও, এসব মিথ্যা বলে দাবি করছেন এই অভিনেত্রী।
গত ২৮ জানুয়ারি দুপুরে মিরপুর নাট্যমীর শুটিং হাউজে অমীমাংশিত প্রেম নাটকের শুটিং চলাকালে ওয়াশরুমে বিস্ফোরণে দগ্ধ হন শারমিন আঁখি। পুড়ে যায় তার শরীরের ৩৫ শতাংশ। আশঙ্কা জনক অবস্থায় শুরু হয় চিকিৎসা। কী হয়েছিলো সেদিন? সেই ভয়াবহতার বর্ননা দিয়েছেন তিনি।
পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে তার। বিভিন্ন ধাপে চলবে চিকিৎসা। মেনেচলতে হবে চিকিৎসকদের দিক নির্দেশনা।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd