রবিবার (২এপ্রিল) দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের চৌকিধরা (নয়াপাড়া) গ্রামে আগুনে ১৩টি বসতঘর পুড়ে ভস্ম হয়েছে। পুড়ে যাওয়া ঘর গুলোর মধ্যে অধিকাংশই টিনশেডের। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কেন্দুয়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ বিপুল কুমার ঘোষ বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আপাতত শুকনো খাবার ও কিছু কম্বল দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল।
এদিকে কেন্দুয়ার বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান এম নাজমুল হাসান ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন। পবিত্র ওমরাহ্ পালনের উদ্দশ্যে দেশের বাইরে থাকা অবস্থায় তিনি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে এ সহায়তার ঘোষণা দেন। তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘ভয়াবহ অগ্নিকান্ডে অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে,নিজ এলাকার এই দুর্যোগের সংবাদ পেয়ে আমি ভীষণ মর্মাহত , পরিবারগুলোর জন্য তাৎক্ষনিক জরুরি খাদ্য সহায়তার প্রস্তুতি নেয়া হয়েছে যা আজ (৩এপ্রিল) বিতরন করা হবে এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।