সলো ট্রাভেলার প্রণয়ের অন্নপূর্ণা সার্কিট ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে সাজানো সিরিজের আজকে ত্রিতীয় তৃতীয় (৩) পর্ব ।
নেপালের ৫, সার্কিট এর ৪ অথবা ট্রেকিং এর ৩ দিন (মার্চ ১২)
ধারাপানি - চামে। ১৬ কিলোমিটার লক্ষ্য।
ভোরবেলার একই রুটিন, ৬ টায় যাত্রার শুরু। আজকের পথের প্রথমের দিক বেশ কঠিন ছিল। Nepal Tour Guide : অনেকটুকু আপ হিল উঠতে হয়েছে। হয়তো আমি অত ফিট না তাই একটু কষ্ট হয়ছে । ৯২৭ মিটার এর মত উঠা নামা ছিলো। ট্রেকের শুরু বলে বোধহয় কষ্ট বেশি লাগছে। তবে হাঁটা টাইমিং ঠিক ছিল। আসার সময় একবার ভুল পথে গিয়ে বেশ ঘুর পাক খেয়ে পরে ঢাল বেয়ে নেমে মূল রাস্তায় ফেরত আসতে হয়েছে।
পথে বেশ কয়েকজন এর সাথে দেখা হইছে কিন্তু কপাল খারাপ সাথে কাউকে পাই নাই, সো আজকেও পুরা রাস্তা সলো ট্রেকিং। আজ থেকে সাদা পাহাড়গুলো অনেক কাছে মনে হচ্ছে ,পুরাটা দেখা যাচ্ছিল। মাউন্ট মানসালুর দেখা পাই আজকে। কি অপূর্ব তার রূপ। আর চামে ঢোকার আগে অন্নপূর্ণা ২. মাজেস্টিক অন্নপূর্ণা !! Nepal Tour Guide
চামেতে উঠলাম হোটেল গুরকা। চামে ঢোকার শুরুতেই পরে। একদম নতুন আর খুবই সুন্দর। একটা বিশাল রুম, এটাচড বাথরুম সহ ! রুমের সামনে থেকে নদী আর পাহাড় পুরোটাই দেখা যায়। ফ্রেশ হয়ে চলে যাই, এখানকার কফি অ্যান্ড বেকারী শপ এ। অ্যাপলের পাই, সসেজ দিয়ে বিকেলের খাবারের পরে দোকান মালিকের সাথে কয়েক রাউন্ড দাবা খেলা হয়ে যায়। ১৫/১৭ বছর পরে দাবা খেলতে বসা ! ৩ রাউন্ড হেরে আর লাস্ট রাউন্ড ড্র। বিশাল অচিভমেন্ট আমার জন্যে। আজ রাতে ডাল ভাত প্লাটার না নিয়ে ভেজ এগ ফ্রাইড রাইস নিয়েছি। Nepal Tour Guide
চামে তে প্রচুর বাতাস আর ঠান্ডা,একদম হাড় কাপানো। কাল কিভাবে ভোরে রওনা দিবো এইটাই ভাবতেছি এখন! ভাবতে ভাবতে ঘুম দেই। ওহ, ব্যাগ গুছাইতে হবে !!
সাইনিং অফ ফ্রেম চামে
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd