কক্সবাজার-টেকনাফ সড়কে মিনিট্রাকের ধাক্কায় অটোরিকশার ড্রাইভার সহ ২ যাত্রী নিহত হয়েছেন।
এসময় আরো দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।নিহতরা হলেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন রুঁমখা কোলাল পাড়া গ্রামের মৃত আনু মিয়ার ছেলে অটো চালক বদিউল আলম। অপর দুজন হলেন রোহিঙ্গা উসমান গনী ও তার ভাই মোহাম্মদ হাসান।
গুরুতর আহতরা হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের মোকতার আহমদ বাবুল ও কোটবাজার এলাকার ফিরোজ আহমদ।শুক্রবার (৭এপ্রিল) সকাল ৭ টায় খুনিয়াপালং ভরাব্রিজ এলাকায় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
রামু তুলাতুলি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজহারুল ইসলাম বলেন, সকালে কক্সবাজারমুখি একটি সিএনজি অটোরিকশার সাথে টেকনাফমুখি একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরো ২ জন। ঘটনার পর পরই মিনিট্রাকটি পালিয়ে যায়।