ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

“বলনা” শিরোনামে নতুন মিউজিক ভিডিও আসছে খুব শীঘ্রই

দেশের সঙ্গীত ভুবনে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এক ঝাঁক তরুন সঙ্গীত শিল্পী। এবার ভিন্ন রকম একটি নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন শান্ত শান এবং হিয়া রায়।

 

গানের শিরোনাম ”বলনা”। Saiyara Adventure (সাইয়ারা এডভেঞ্চার) এর ব্যানারে সম্পূর্ণ নতুন রুপে আসছে “বলনা” শিরোনামের এই মিউজিক ভিডিওটি।
গানটির কথা লিখেছেন এই প্রজন্মের প্রতিভাবান পরিচালক ও গীতিকবি নিজাম উদ্দিন রনি। কন্ঠ দিয়েছেন শান্ত শান এবং হিয়া রায় এবং মিউজিক করেছেন স্বনামধন্য কম্পোজার শান্ত শান।

 

সাইয়ারা এডভেঞ্চারের প্রযোজনায় আসছে ” বলনা” গানটি। অভিনয়ে ছিলেন নজরুল ইসলাম এবং আনিকা ইসলাম। এই গানের ভিডিওটি ধারণ করা হয়েছে নিউ ইয়র্কে। ডি ও পি হিসেবে আছেন খুরশেদ আলম রিংকু, সম্পাদনায় আজিজুল হাকিম।

 

পরিচালকের সাথে আলাপকালে তিনি জানান— এ বছর চিন্তা করেছি অনেক কাজ করবো। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন খুব শীঘ্রই Saiyara Adventure(সাইয়ারা এডভেঞ্চার) ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেইসবুক পেইজে।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“বলনা” শিরোনামে নতুন মিউজিক ভিডিও আসছে খুব শীঘ্রই

আপডেট সময় : ০২:৪১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩

দেশের সঙ্গীত ভুবনে ইতিমধ্যে সাড়া ফেলেছেন এক ঝাঁক তরুন সঙ্গীত শিল্পী। এবার ভিন্ন রকম একটি নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন শান্ত শান এবং হিয়া রায়।

 

গানের শিরোনাম ”বলনা”। Saiyara Adventure (সাইয়ারা এডভেঞ্চার) এর ব্যানারে সম্পূর্ণ নতুন রুপে আসছে “বলনা” শিরোনামের এই মিউজিক ভিডিওটি।
গানটির কথা লিখেছেন এই প্রজন্মের প্রতিভাবান পরিচালক ও গীতিকবি নিজাম উদ্দিন রনি। কন্ঠ দিয়েছেন শান্ত শান এবং হিয়া রায় এবং মিউজিক করেছেন স্বনামধন্য কম্পোজার শান্ত শান।

 

সাইয়ারা এডভেঞ্চারের প্রযোজনায় আসছে ” বলনা” গানটি। অভিনয়ে ছিলেন নজরুল ইসলাম এবং আনিকা ইসলাম। এই গানের ভিডিওটি ধারণ করা হয়েছে নিউ ইয়র্কে। ডি ও পি হিসেবে আছেন খুরশেদ আলম রিংকু, সম্পাদনায় আজিজুল হাকিম।

 

পরিচালকের সাথে আলাপকালে তিনি জানান— এ বছর চিন্তা করেছি অনেক কাজ করবো। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি। অসাধারণ সুন্দর এই মিউজিক ভিডিওটি দেখতে পাবেন খুব শীঘ্রই Saiyara Adventure(সাইয়ারা এডভেঞ্চার) ইউটিউব চ্যানেল এবং অফিশিয়াল ফেইসবুক পেইজে।