তোফায়েল আহমেদকে আলোচনার জন্য ১২ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, ‘মাননীয় স্পিকার। আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।’
এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার।
ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd