বঙ্গবাজারের আনন্দ কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করছে। আজ শনিবার (৮এপ্রিল) সকাল ৮ টায় আগুনের সুত্রপাত ঘটে, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট ঘটনাস্থলে পৌছায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো ধোঁয়ার কুন্ডলি দেখা যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
প্রসঙ্গত আজ বঙ্গবাজারের ধ্বংসস্তুপ সরিয়ে অস্থায়ী ভাবে দোকানদারদের বসার কথা ছিলো। এখনো ধ্বংসস্তুপ পুরোপুরি সরানো সম্ভব হয়নি।