কক্সবাজারের coxbazar উখিয়া কোটবাজার স্টেশনে ঢাকামূখী একটি যাত্রীবাহী বাসের চাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ সময় উৎসুক জনতা গাড়িটি আটক করে ভাংচুর করেন এবং গাড়িতে থাকা যাত্রীর কাছ থেকে নগদ টাকা সহ মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।
রবিবার (৯ এপ্রিল) ৭:৩০ মিনিটের সময় উখিয়া কোটবাজার দক্ষিণ স্টেশনে এ ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধা ফরিদ আহমেদ প্রকাশ রং মিস্তি ফরিদ (৬০) রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড তুতুরবিল এলাকার মৃত কবির আহমেদের ছেলে বলে জানা যায়।
খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যানচলাচল স্বাভাবিক করেন।
এই বিষয়ে রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা বলেন, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে যারা যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধা কে চাপা দেওয়া গাড়িটা আটক করা হয়েছে। এ ব্যাপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এইদিকে, নিহত বৃদ্ধার পুরো পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd