
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় লাগা আগুন এখনও নেভে নাই। ফায়ার সার্ভিস কাজ শুরু করে ৫টা ৪০ মিনিটে ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টায়ও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
মার্কেটের তিন তলা থেকে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত ব্যবসায়ীরা নিচতলা ও দুই তলা থেকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন। তবে নিউ সুপার মার্কেটের অন্যান্য ব্লকে বা নিউ মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।