বগুড়ায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে চালক মাইনুল (৪০) আহত হয়েছেন।আহত মাইনুল বগুড়া শহরের কাঁটনারপাড়া এলাকার বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) বগুড়া সদর থানার নিকটে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগাের ঘটনা ঘটে।
বিষ্ফোরণের পরেই বগুড়া সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই সময় প্রাইভেটকারে থাকা গ্যাস সিলিন্ডার খুলতে গিয়ে এক কার্টুন বিয়ার বেরিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রাইভেটকারের চালক আহত হয়ে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-গ, ২৩৫০১০।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম জানান, ‘প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রাইভেটকারটির গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এতে প্রাইভেটকারের চালক আহত হয়।’
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, ‘মঙ্গলবার দুপুরে থানার সামনেই এক প্রাইভেট কারে বিষ্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত পুলিশ সদস্যরা গিয়ে আহত প্রাইভেট কার চালককে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠায়। এরপরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে প্রাইভেট কারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হলে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডার নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কার্টুন বিয়ার উদ্ধার করা হয়। ’