নাশকতার মামলায় উচ্চ আদালত হতে ৬ সপ্তাহের আগাম জামিন শেষে নিন্ম আদালতেও জামিন বহাল থাকলো বি এন পি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসানের।
সরকারের দায়েরকৃত নাশকতার মামলায় উচ্চ আদালত হতে ৬ সপ্তাহের আগাম জামিন শেষে গত ১১/০৪/২০২৩ ইং তারিখ নিম্ন আদালতে হাজিরার তারিখ ধার্য্য ছিল। প্রধান আসামী রোটারিয়ান এম নাজমুল হাসান ছাড়া বাকিরা সবাই নির্ধারিত দিন জামিন পান। ওমরাহ পালনের উদ্দেশ্যে দেশের বাইরে থাকায় ঐ দিন তিনি নিন্ম আদালতে উপস্থিত হতে না পারায় জামিন বহাল থাকা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়।আজ মঙ্গলবার (১৮এপ্রিল নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মন্জুর করেন।
উল্লেখ্য যে গত ১১ ফেব্রুয়ারি বি এন পি নেতা ও জিয়া পরিষদের সহকারী মহাসচিব নাজমুল হাসানকে প্রধান আসামী করে কেন্দুয়া থানা পুলিশ ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে উচ্চ আদালত প্রধান আসামী সহ সকলকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd