ঈদের আগাম খুশি বিরাজ করছে সর্বত্র। প্রতিবার ঈদ যাত্রা নিয়ে শঙ্কিত থাকে, আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ করার উদ্দেশ্যে রাজধানী ছাড়া ঘরমুখী মানুষ। কিন্ত এবার ব্যাতিক্রম ,মহাসড়কে নেই যানজট স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। এদিকে, মহাসড়কে দূরপাল্লার বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ির চলাচল।
সড়কে বিপুল সংখ্যক মোটরসাইকেল ও প্রাইভেটকার চলতে দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম, এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশজুড়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে তবে কোথাও কোনও যানজট নেই।যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ।তবে কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।
বুধবার ভোর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক। কোথাও কোনও ধীরগতি বা যানজট নেই।