রাজধানীর বিভিন্ন এলাকায় আকস্মিক ভাবে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে।
ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় ওভার ফ্লোর কারনে গ্যাসের গন্ধ বাইরে ছড়িয়ে পড়েছে। গন্ধ তীব্র বলেও জানাচ্ছেন অনেকে। গ্যাসের চুলা না জ্বালাতে এবং নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।
যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় কয়েক ঘণ্টা চুলা জ্বালানো থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে ফায়ার সার্ভিস এবং একই সাথে বাড়তি সতর্কতা অবলম্বন করে অতিরিক্ত নিরাপত্তা টহল মোতায়ন করেছে ফায়ার সার্ভিস। প্রস্তুত রাখা হয়েছে ঢাকা শহরের সবগুলো ইউনিট।
রাজধানীর গুলশান,নিকেতন,মহাখালী ওয়ারলেস ও টিবি গেট, পূর্ব রাজাবাজার, মুগদা, নয়াটোলা,মালিবাগ, মগবাজার, বাংলামোটর, নিউ ইস্কাটন, দিলুরোড এলাকা থেকেও গ্যাস লিকেজের অভিযোগ আসছে। বিভন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে গ্যাসের চুলা না জ্বালানোর জন্য সতর্কতা মূলক বাণী প্রচার করা হচ্ছে ।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় লিখেছেন ‘ঢাকার বেশ কয়েকটি জায়গাতে গ্যাসের গন্ধ পাবার খবরে নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকার গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস কর্তৃপক্ষ এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd