প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৪:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৩, ১০:১৯ এ.এম
আকবরিয়া হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

মেয়াদহীন খাদ্যসামগ্রী রাখা, বাসি-পচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণের অভিযোগে বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শহরের থানা মোড় এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এ জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আকবরিয়া গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি মাখন, মিষ্টি বিক্রি ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া প্রতিষ্ঠানটি মেয়াদহীন রসমালাই বিক্রি করছিল। পাশাপাশি ফ্রিজ নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও বগুড়া জেলা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd