ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • ১৬৯১ বার পড়া হয়েছে

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বছর ১১ টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

 

সারাদেশের ন্যায় বগুড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  এবার পরীক্ষা  দিচ্ছে ৪৫ হাজার ৯০১ জন পরীক্ষার্থী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়। করোনার পর এবার প্রথম এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১০০ নম্বরের এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। সকালে বগুড়া জিলা স্কুলের পরীক্ষার হলে প্রথম পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম । এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

এসব তথ্য জানান বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী। তিনি জানান, ২০২৩ সালে মোট ৮১ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসির ৩৫ হাজার ৭৪৬জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এতে ছাত্র আছে ১৮ হাজার ৪৭৭ জন এবং ছাত্রী ১৭ হাজার ২৬৯জন। ১৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। এতে অংশ নিয়েছে ৭ হাজার ৬৫৫জন শিক্ষার্থী।

এসএসসি ভোকেশনালের ১৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৭১ জন। আর দাখিল ভোকেশনাল পরীক্ষা ২টি কেন্দ্রের পরীক্ষার্থী ২৯ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্র জানায়, গত বছর বগুড়ায় ৮২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল। ওই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৫ হাজার ৮৫৬ শিক্ষার্থী।

জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আর পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে।
পরীক্ষা কেন্দ্রে শিক্ষক এবং শিক্ষার্থী কেউই- কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার বা বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় বসেছে ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে।

 

 

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় : ০৩:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। বছর ১১ টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এরমধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

এবছর মোট ১১টি শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৩ হাজার ৮১০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষা প্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষা প্রতিষ্ঠান ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষাবোর্ডে মোট কেন্দ্র ৮৫০টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৯২৭টি। এবার মোট শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।

 

সারাদেশের ন্যায় বগুড়ায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  এবার পরীক্ষা  দিচ্ছে ৪৫ হাজার ৯০১ জন পরীক্ষার্থী। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়। করোনার পর এবার প্রথম এসএসসি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১০০ নম্বরের এবারও সংশোধিত ও পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়। সকালে বগুড়া জিলা স্কুলের পরীক্ষার হলে প্রথম পরিদর্শন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম । এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

এসব তথ্য জানান বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী। তিনি জানান, ২০২৩ সালে মোট ৮১ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এর মধ্যে ৪২টি কেন্দ্রে এসএসসির ৩৫ হাজার ৭৪৬জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এতে ছাত্র আছে ১৮ হাজার ৪৭৭ জন এবং ছাত্রী ১৭ হাজার ২৬৯জন। ১৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। এতে অংশ নিয়েছে ৭ হাজার ৬৫৫জন শিক্ষার্থী।

এসএসসি ভোকেশনালের ১৮ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৭১ জন। আর দাখিল ভোকেশনাল পরীক্ষা ২টি কেন্দ্রের পরীক্ষার্থী ২৯ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্র জানায়, গত বছর বগুড়ায় ৮২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছিল। ওই বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৫ হাজার ৮৫৬ শিক্ষার্থী।

জেলা শিক্ষা কর্মকর্তা হজরত আলী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিটা কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আর পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে।
পরীক্ষা কেন্দ্রে শিক্ষক এবং শিক্ষার্থী কেউই- কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার বা বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, এ বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় বসেছে ২ লাখ ৫ হাজার ৮০২ জন পরীক্ষার্থী। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। অর্থাৎ এই বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ৯ হাজার ২০২ জন পরীক্ষার্থী বেড়েছে।