ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলার প্রত্যাশা মিরাজের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
  • ১৬৮০ বার পড়া হয়েছে

ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটের মাটিতে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি  দারুন সহায়ক হবে মনে করছেন  বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের কন্ডিশন কঠিন হবে বলে মনে করছে টাইগাররা।

এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারন ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। এজন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে এমন কন্ডিশন চাইবে না আয়ারল্যান্ড।মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের সাথে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘কিছু ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা ভালো ছন্দে আছি। অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ।’
দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। লন্ডনের উদ্দেশ্যে প্রথমভাগে দলের কিছু খেলোয়াড় গতকাল রাত ১টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটে এবং দ্বিতীয়ভাগে বাকী খেলোয়াড়রা আজ সকালে দেশ ছাড়ে।

মিরাজ আরও বলেন, ‘আসন্ন সিরিজের জন্য আমাদের প্রস্তুতির  ধরনের প্রস্তুতির ধরনটা দুর্দান্ত ছিল। ইংলিশ উইকেট সম্পর্কে সিলেটের উইকেট আমাদের কিছুটা ধারণা দিয়েছে। সবাই খুব ভালো ছন্দে রয়েছে। হাতে সময় নিয়ে আমরা ইংল্যান্ড  যাচ্ছি। যাতে আমরা সেখানে আরও প্রস্তুতি নিতে পারি।’

 

পারিবারিক জরুরি প্রয়োজেন আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন লিটন দাস। আশা করা হচ্ছে, ২ মে দলে যোগ দিবেন তিনি। ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে একই দিন মুস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালস ক্যাম্প ছাড়বে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে সাকিব ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
৯ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

 

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলার প্রত্যাশা মিরাজের

আপডেট সময় : ০৮:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩

ইংলিশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটের মাটিতে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি  দারুন সহায়ক হবে মনে করছেন  বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের কন্ডিশন কঠিন হবে বলে মনে করছে টাইগাররা।

এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারন ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। এজন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে এমন কন্ডিশন চাইবে না আয়ারল্যান্ড।মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের সাথে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘কিছু ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা ভালো ছন্দে আছি। অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সাথে মানিয়ে নেয়াটা গুরুত্বপূর্ণ।’
দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। লন্ডনের উদ্দেশ্যে প্রথমভাগে দলের কিছু খেলোয়াড় গতকাল রাত ১টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটে এবং দ্বিতীয়ভাগে বাকী খেলোয়াড়রা আজ সকালে দেশ ছাড়ে।

মিরাজ আরও বলেন, ‘আসন্ন সিরিজের জন্য আমাদের প্রস্তুতির  ধরনের প্রস্তুতির ধরনটা দুর্দান্ত ছিল। ইংলিশ উইকেট সম্পর্কে সিলেটের উইকেট আমাদের কিছুটা ধারণা দিয়েছে। সবাই খুব ভালো ছন্দে রয়েছে। হাতে সময় নিয়ে আমরা ইংল্যান্ড  যাচ্ছি। যাতে আমরা সেখানে আরও প্রস্তুতি নিতে পারি।’

 

পারিবারিক জরুরি প্রয়োজেন আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন লিটন দাস। আশা করা হচ্ছে, ২ মে দলে যোগ দিবেন তিনি। ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে একই দিন মুস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালস ক্যাম্প ছাড়বে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে সাকিব ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
৯ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

 

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।