টানা তিন মাস দরপতনে বাড়ল এলপিজি গ্যাসের দাম। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৩৫ টাকা। গত এপ্রিল মাসে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা আর মার্চে ছিল ১ হাজার ৪২২ টাকা।
অন্যদিকে অটো গ্যাস লিটার ৫৪.৯০ টাকা থেকে বাড়িয়ে ৫৭.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।
এলপিজি গ্যাসের নতুন নির্ধারণ করা এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলেও জানাও হয়।