বগুড়ার কাহালুতে আজাদ পেপার পাল্প ও পেপাস মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের জোগারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে মালিক পক্ষের দাবি, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠানটির পার্টিকাল বোডের জন্য রাখা পাটের খড়ি থেকে এ আগুনে সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চার উপজেলার চারটি ইউনিট ঘটনাস্থলে আসে। দুপুর সোয়া তিনটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত দুই ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আজাদ পেপার পাল্প ও পেপাস্ মিলের জেলারেল ম্যানেজার (জিএম) মোস্তাক আহমেদ জানান, দুপুর পৌনে তিন টার দিকে প্রতিষ্ঠানের পার্টিকাল বোর্ডের জন্য রাখা পাটের খড়িতে আগুন লাগে। সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হলে উনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই ছাউনিতে প্রায় ১১০ টন পাটের খড়ি মজুদ করা ছিল। পাশাপাশি ছাউনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে প্রতিষ্ঠানের কেউ হতাহত হননি।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে বগুড়া সদর, কাহালু, আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলার ৪ ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। এতে কেউ হতাহত হননি। টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।