সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে রাসায়নিক দিয়ে পাকানো বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করে বিনষ্ট করেছে প্রশাসন। সোমবার দুপুরে দেবহাটা ফুটবল মাঠে জব্দ করা আম বিনষ্ট করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান চালিয়ে এসব অপরিপক্ক আম জব্দ করেন।
ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, রোববার রাতে উপজেলার সখিপুর মোড় থেকে রাসায়নিক দিয়ে পাকানো ট্রাক ভর্তি সাত টন অপরিপক্ক পাকা আম ঢাকায় পাঠানোর সময় জব্দ করা হয়েছে। দুপুরে আমগুলো বিনষ্ট করা হয়।