ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক হত্যায় কুমিল্লায় ৫ জনের মৃত্যুদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • ১৬৬৬ বার পড়া হয়েছে

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫-এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।

মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারাধীন একজনের মৃত্যু হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালের ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষক হত্যায় কুমিল্লায় ৫ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৭:১৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

কুমিল্লায় কলেজশিক্ষক সুজন হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫-এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন।

মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারাধীন একজনের মৃত্যু হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাকির, ইলিয়াস, কামাল, নয়ন ও জামাল। তারা সবাই কুমিল্লার সদর উপজেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে নয়ন, কামাল ও জামাল পলাতক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালের ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।