অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির । সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে মঙ্গলবার দুপুরে এ তথ্য দিয়েছেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার। তবে জানা যায় তার স্ত্রীর নাম দিশা ইসলাম।
ইতিমধ্যে একটি ক্লথিং ব্র্যান্ডের পেইজ থেকে বরের পোশাকে নব বধূর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সালমান। তিনি লিখেছেন, ‘সালমান মুক্তাদির-এর সমাপ্তি -৩০.০৪. ২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’
ছবিগুলোর মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভকামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা। দু’জনের সুন্দর ভবিষ্যত কামনা করছেন তারা। তবে এখনো এটা বিশ্বাস করতে পারছেন না নেটিজেনরা। এর পেছনে অবশ্য কারণও আছে। নানান সময় সাধারণত ভক্ত অনুসারিদের বোকা বানানোর জন্য নানান ধরনের প্রাঙ্ক বা মজা করে থাকেন সালমান। এই ছবিগুলো ঠিক তেমনই প্রাঙ্ক কি না এটা সন্দেহ তাদের।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd