পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি স্কুলের স্টাফ রুমে ঢুকে সাত শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রদেশের আপার কুররাম জেলার তহসিলেনের তেরি মেঙ্গল স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, তেরি মেঙ্গল স্কুলের স্টাফ রুমে ঢুকে শিক্ষকদের লক্ষ্য করে গুলি করতে থাকেন অজ্ঞাত হামলাকারীরা। হামলার সময় সব শিক্ষক পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন।