প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ১০:০৯ পি.এম
টুইটারের বিকল্প ব্লু স্কাই অ্যাপ

মালিকানা বদলের পর থেকে সমালোচনা পিছু ছাড়ছে না টুইটারের। নানা কারণে ব্যবহারকারীরা বিরক্ত হয়ে উঠেছেন টুইটারের উপর। এ কারণে অনেকেই টুইটারের বিকল্প খুঁজছিলেন। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি নিয়ে এলেন এবার সেই বিকল্প উপায়।
কিছুদিন আগেই জ্যাক ব্লু স্কাই চালু করার ঘোষণা করেছিলেন। যদিও তিনি এর কাজ শুরু করেছিলেন ২০১৯ সালে।
এখন জানা যাচ্ছে অনেক সেলিব্রিটিই ব্লু স্কাইতে তাদের অ্যাকাউন্ট তৈরি করছেন। ব্লু স্কাইয়ের কাজ করার পদ্ধতি টুইটারের মতোই। এমনকি এর লুক এবং ফিচারও টুইটারের মতোই। ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্মে টেক্সট এবং ছবি পোস্ট করতে পারবেন।
ব্লু-স্কাইয়ের উদ্দেশ্য হলো এমন একটি ইন্টারফেস তৈরি করা, যার সাহায্যে ব্যবহারকারীরা তাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোকে এর সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হবেন। ব্লু স্কাইতে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাদের মধ্যে রয়েছেন আমেরিকান নেতা আলেকজান্দ্রিয়া ওকাজিও-কর্টেজ, লেখক-কমেডিয়ান ড্রিল টেইগেন।
সূত্র: হিন্দুস্থান টাইমস।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd