ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় কাউন্সিলর এরশাদের ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ তার ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন। শনিবার বিকেলে শহরের জামিলনগর এলাকায় কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের সভাপতিত্বেএই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: সামির হোসেন মিশু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল,চিকিৎসক ডাক্তার নাঈম ইসলাম।
অনুষ্ঠানে  অভিভাবকদের মধ্য থেকে  বক্তব্য রাখেন  সিনিয়র  শিক্ষক মোজাফফর  হোসেন ,  প্রভাষক আব্দুল  হান্নান সহ আরোও অনেকে ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মেধাবী হতে হবে পাশাপাশি দেশপ্রেমিকও হতে হবে। সেই সাথে নিজেদের পেশার প্রতিও যত্নশীল হতে হবে। পেশাকে কখনো অবহেলা করা যাবে না। তিনি ছাত্র-ছাত্রীদের কে আগামী দিনে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে এরশাদুল বারী বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীদের কে আরো সুযোগ তৈরি করে দিতে এবং লেখাপড়ায় উৎসাহ জোগাতেই মূলত এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদেরকে   উৎসাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।কাউন্সিলর এরশাদ বলেন – প্রথম দফায়  দায়িত্ব পালন কালীন সময়  থেকেই তিনি এমন আয়োজন করছেন ।  তিনি আরোও বলেন – আসছে বছর  থেকে প্রতি বছর ওয়ার্ডেবসবাসকারী নাগরিকদের সন্তানদের নিয়ে  এমন আয়োজন করবেন ।
আয়োজক  কাউন্সিলর এরশাদ জানান  এ বছর   ৮  নম্বর ওয়ার্ডের  ৫৭ জন অধিবাসী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে যার মধ্যে  এসএসসি পরীক্ষায়  জিপিএ  ৫ প্রাপ্ত , এইচ এস সি পরীক্ষায় জিপিএ  ৫ প্রাপ্ত  , সরকারী বিশ্ববিদ্যালয় -মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত  এবং  সদ্য এমবিবিএস সম্পন্ন করা নবীন চিকিৎসক রয়েছেন ।
সরকারী  প্রাথমিক  বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস  সবুর’কে  কৃতি  পিতা হিসাবে  সম্মাননা জানানো হয় । তার বড় ছেলে  ঢাকা  বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে  , মেঝো  মেয়ে  রংপুর  মেডিকেল  কলেজ  থেকে সদ্য  এমবিবিএস সম্পন্ন  করেছে , সব ছোট ছেলে  রংপুর  মেডিকেল  কলেজে  এমবিবিএস প্রথম বর্ষের  শিক্ষার্থী !
সংবর্ধনা  অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী  আব্দুল্লাহ  আল  হিশাম কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন । কৃতি শিক্ষার্থীদের  মাঝে  অনুভূতি ব্যক্ত করেন সরকারী  আজিজুল  হক  কলেজের  একাদশ শ্রেণীর  শিক্ষার্থী ও এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত   সিয়াম । এছাড়াও  শেখ হাসিনা মেডিকেল  কলেজ জামালপুরে  এমবিবিএস প্রথম বর্ষের  শিক্ষার্থী  তাহমিদা  তামান্না ।
প্রধান অতিথি  বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: সামির হোসেন মিশু  দিক-নির্দেশনামূলক   বক্তব্য প্রদান  শেষে  কৃতি শিক্ষার্থীদের  সম্মাননা স্মারক  ক্রেস্ট , সার্টি ফিকেট , বই এবং ফুল উপহার দেন ।সাবলীল উপস্থাপনায় ছিলেন সনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম হেলাল।
সমাপনী বক্তব্যে  কাউন্সিলর এরশাদ  অনুষ্ঠানে  আগত সকল   কৃতি শিক্ষার্থী ও তাদের  অভিভাবক ,  সাংবাদিক ও সুধীদের  মোবরকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় কাউন্সিলর এরশাদের ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আপডেট সময় : ১২:১৬:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ তার ব্যক্তিগত উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন। শনিবার বিকেলে শহরের জামিলনগর এলাকায় কাউন্সিলর এরশাদুল বারী এরশাদের সভাপতিত্বেএই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: সামির হোসেন মিশু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল,চিকিৎসক ডাক্তার নাঈম ইসলাম।
অনুষ্ঠানে  অভিভাবকদের মধ্য থেকে  বক্তব্য রাখেন  সিনিয়র  শিক্ষক মোজাফফর  হোসেন ,  প্রভাষক আব্দুল  হান্নান সহ আরোও অনেকে ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মেধাবী হতে হবে পাশাপাশি দেশপ্রেমিকও হতে হবে। সেই সাথে নিজেদের পেশার প্রতিও যত্নশীল হতে হবে। পেশাকে কখনো অবহেলা করা যাবে না। তিনি ছাত্র-ছাত্রীদের কে আগামী দিনে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্যে এরশাদুল বারী বলেন, মেধাবী ছাত্র-ছাত্রীদের কে আরো সুযোগ তৈরি করে দিতে এবং লেখাপড়ায় উৎসাহ জোগাতেই মূলত এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদেরকে   উৎসাহ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।কাউন্সিলর এরশাদ বলেন – প্রথম দফায়  দায়িত্ব পালন কালীন সময়  থেকেই তিনি এমন আয়োজন করছেন ।  তিনি আরোও বলেন – আসছে বছর  থেকে প্রতি বছর ওয়ার্ডেবসবাসকারী নাগরিকদের সন্তানদের নিয়ে  এমন আয়োজন করবেন ।
আয়োজক  কাউন্সিলর এরশাদ জানান  এ বছর   ৮  নম্বর ওয়ার্ডের  ৫৭ জন অধিবাসী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে যার মধ্যে  এসএসসি পরীক্ষায়  জিপিএ  ৫ প্রাপ্ত , এইচ এস সি পরীক্ষায় জিপিএ  ৫ প্রাপ্ত  , সরকারী বিশ্ববিদ্যালয় -মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত  এবং  সদ্য এমবিবিএস সম্পন্ন করা নবীন চিকিৎসক রয়েছেন ।
সরকারী  প্রাথমিক  বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস  সবুর’কে  কৃতি  পিতা হিসাবে  সম্মাননা জানানো হয় । তার বড় ছেলে  ঢাকা  বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে  , মেঝো  মেয়ে  রংপুর  মেডিকেল  কলেজ  থেকে সদ্য  এমবিবিএস সম্পন্ন  করেছে , সব ছোট ছেলে  রংপুর  মেডিকেল  কলেজে  এমবিবিএস প্রথম বর্ষের  শিক্ষার্থী !
সংবর্ধনা  অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী  আব্দুল্লাহ  আল  হিশাম কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন । কৃতি শিক্ষার্থীদের  মাঝে  অনুভূতি ব্যক্ত করেন সরকারী  আজিজুল  হক  কলেজের  একাদশ শ্রেণীর  শিক্ষার্থী ও এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত   সিয়াম । এছাড়াও  শেখ হাসিনা মেডিকেল  কলেজ জামালপুরে  এমবিবিএস প্রথম বর্ষের  শিক্ষার্থী  তাহমিদা  তামান্না ।
প্রধান অতিথি  বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা   ডা: সামির হোসেন মিশু  দিক-নির্দেশনামূলক   বক্তব্য প্রদান  শেষে  কৃতি শিক্ষার্থীদের  সম্মাননা স্মারক  ক্রেস্ট , সার্টি ফিকেট , বই এবং ফুল উপহার দেন ।সাবলীল উপস্থাপনায় ছিলেন সনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম হেলাল।
সমাপনী বক্তব্যে  কাউন্সিলর এরশাদ  অনুষ্ঠানে  আগত সকল   কৃতি শিক্ষার্থী ও তাদের  অভিভাবক ,  সাংবাদিক ও সুধীদের  মোবরকবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করেন ।