এক মাসের বেশি সময় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে থাকার পর ঢাকা ছেড়েছেন প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সকাল ৯টার দিকে সিঁথি গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বের হন বলে জানান বিএনপি চেয়ারপারসনের বাসার নিরাপত্তাকর্মীরা।
গত ২১ মার্চ নিজের অসুস্থ মা এবং শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় আসেন তিনি।
ঢাকায় এসে প্রথমে উঠেন খালেদা জিয়ার গুলশানের বাসায়। পরদিন যান মাকে দেখতে বনানীর বাসায়। ঈদের কয়েকদিন আগে লন্ডন থেকে সিঁথির দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও ঢাকায় আসেন। তারাও খালেদা জিয়ার সাথে ঈদ উদযাপন শেষে লন্ডন ফিরে গেছেন।
এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক চেকআপের জন্য গত ২৯ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সে সময় শাশুড়ির সঙ্গে ছিলেন পুত্রবধূ সিঁথি। গত ৪ মে বাসায় ফেরার পরও খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি।
গত কয়েকটি ঈদে প্রয়াত কোকোর পরিবার ঢাকায় আসেন খালেদা জিয়ার সাথে ঈদ করতে। শর্মিলা রহমান সিঁথি তার দুই মেয়েকে নিয়ে বর্তমানে লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানও সপরিবারে ২০০৭ সাল থেকে লন্ডনে আছেন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd