গুড়া শহর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান (৩০) কে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) রাতে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা।
স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে কয়েকজন সন্ত্রাসী শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় তাকে ঘেরাও করে। এরপর তাকে রামদা, চাকুসহ বিভিন্ন ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তাকে এলোপাথারিভাবে কুপিয়ে চলে যায়।
পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মালগ্রাম এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সন্ত্রাসীর সাথে তার বিরোধ চলে আসছিল।
পরে এ ঘটনার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। নিহত নাহিদ মালগ্রাম এলাকার ঝন্টুর ছেলে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd