কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।
বুধবার (১০ মে) ভোরে উখিয়া রোহিঙ্গা ১৯ নম্বর ক্যাম্পের ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে দেশীয় ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।
হাফেজ জুবায়ের উখিয়ার ওই ক্যাম্প-ওই ব্লকের ওমর মিয়ার ছেলে। তিনি আরসার কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।
এপিবিএন পুলিশ কর্মকর্তা এএসপি মো. ফারুক আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট, চার্জারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গোয়ান্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ রোহিঙ্গা জানান, গ্রেফতার আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। তার অত্যাচার-নির্যাতনে আতঙ্কে থাকতাম সবাই। তার হাতে অনেক সাধারণ রোহিঙ্গা নির্যাতনের শিকার হয়েছে। তবে ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
তিনি আরো জানান, গ্রেপ্তার আরসা কমান্ডারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এএসপি ফারুক।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd