কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭ কেজি ৩৮২গ্রাম ক্রিস্টাল মেথ আইস,৩লক্ষ ৯০ হাজার ইয়াবা ও ১শ কেজি সুঁতার জাল বোঝাই ২টি কাঠের নৌকাসহ মিয়ানমারের ২ নাগরিকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দিন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বুধবার (১০মে) রাতে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ ২টি টহলদল বরইতলী এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তি ১টি কাঠের নৌকা নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে ওঁৎপেতে থাকা বিজিবি সদস্যরা তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন কাঠের নৌকাসহ মিয়ানমারের দিকে পালিয়ে যাওয়ার সময় বিজিব টহলদলের সদস্যরা ধাওয়া করে মিয়ানমারের বুচিদং জেলার মন্ডু থানার প্রাংপুরের মৃত আব্দুস সালামের ছেলো মোঃ রবি উল্লাহ (২৩) এবং একই এলাকার আবুল কালামের ছেলো মোঃ আয়াছ (২৫) কে কাঠের নৌকাসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশী করে ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩০ হাজার পিস ইয়াবা ও ১শ কেজি সুঁতার জাল পাওয়া যায়।
এদিকে একইদিন রাতে টেকনাফ ২বিজজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ সাবরাং বিওপির বিশেষ টহলদল দক্ষিণ নোয়াপাড়া দিয়ে মাদকের চালান প্রবেশের খবর পেয়ে বেড়িবাঁধের আঁড়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২জন ব্যক্তিকে ১টি পুটলা হাতে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে বাংলাদেশ সীমানা অভ্যন্তরে প্রবেশ করায় থামানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পোটলাটি ফেলে দ্রুত গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে মালিকবিহীন পোটলাটি উদ্ধারপূর্বক গণনা করে ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে একই রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ সদরের নাজির পাড়া বিওপির বিশেষ টহলদল ক্যাম্পের উত্তর-পূর্বদিকে আলুগোলার প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের চালান আসার সংবাদ পেয়ে কেওড়া বনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোক ১টি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিজিবি টহলদলের সদস্যরা তাদের থামানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে আটক এড়ানোর জন্য নৌকাটি ফেলে নদীতে লাফ দিয়ে মিয়ানমার সীমান্তে চলে যায়। বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে নৌকাটি জব্দের পর তল্লাশী চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবার চালান জব্দ করে।
এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার (১১ মে) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ টেকনাফ বিওপি'র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ মিটার পূর্ব দিকে নাইট্যংপাড়া ট্রলারঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় গমন করে কেওড়া বাগানের আড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর টহলদল ৩/৪ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে নাফনদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্রলার ঘাটের দিকে আসতে দেখে। উক্ত নৌকায় আরোহিত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের মধ্য হতে একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারীরা দ্রুত নাফ নদীতে লাফিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল আটককৃত চোরাকারবারীর তথ্যমতে নৌকা ও মাছ ধরার জাল তল্লাশী করে জালের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় পলিব্যাগে মোড়ানো দুইটি পোটলা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুটি পোটলা থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০০ কেজি সুতার জাল জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত ইঞ্জিন চালিত কাঠের নৌকাটিও জব্দ করা হয়। আটক ব্যক্তি হচ্ছেন টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড
নাইট্যংপাড়ার আমির হোসেনের ছেলে
মোঃ জাহিদ হোসেন (২২)।
তিনি আরো জানান, আটককৃত আসামী ও পলাতক আসামী এবং দুই মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবা ট্যাবলেট বহন ও পাচারের দায়ে জাল এবং কাঠের নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাছাড়া মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd