ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় সড়কের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • ১৮০১ বার পড়া হয়েছে

বগুড়ায় পৌরসভার  নিজস্ব  অর্থায়নে ৮ নম্বর  ওয়ার্ডের  সড়ক সংস্কার  কাজের উদ্বোধন  করা হয়েছে । উদ্বোধন করেন   পৌর  মেয়র  রেজাউল  করিম  বাদশা ও ৮ নম্বর  ওয়ার্ড  কাউন্সিলর এরশাদুল  বারী  এরশাদ ।

 

বগুড়া  পৌরসভার  ৮  নম্বর  ওয়ার্ডের সবুজবাগ  এলাকার বুলুর দোকান থেকে কৃষি ফার্ম সংযোগ সড়কের কালভার্ট পর্যন্ত সড়কটির বেহাল দশা ছিলো । জনসাধারণের  যাতায়াতের সুবিধার্থে  পৌরসভার নিজস্ব  অর্থায়নে উন্মুক্ত  নিলামের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক সংস্কারের কাজটি সম্পন্ন হচ্ছে  আসন্ন বর্ষার আগেই সড়কটি মজবুত করে  আর.সি.সি  ঢালাইয়ের মাধ্যমে সুসম্পন্ন হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

 

কাউন্সিলর এরশাদ বাংলাপ্রেসকে বলেন- বিগত সময়ে এলাকা ভিত্তিক টেকসই উন্নয়নের কোন পরিকল্পনা ছিলো না।  দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর থেকেই চেস্টা করছি সীমিত বাজেটের মধ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছি ; তারই ধারাবাহিকতায় সবুজবাগ-সেউজগাড়ী পালপাড়া- জামিলনগর – মালগ্রামের এই সংযোগ সড়কটি আর সি সি ঢালায় হচ্ছে।

 

 

স্হানীয় বাসিন্দা বাবুল জানান- এই সড়কটি নিচু ও জনবহুল।  অল্প বষ্টিতে জলাবদ্ধ হয়।  সড়কটি সংস্কার হওয়ার চলাচলের সুবিধা হবে।

 

সবুজবাগ মহল্লা ভিত্তিক সংগঠন সি বি ও এর কোষাধ্যক্ষ জাকির হোসেন সনি জানান-  বর্তমান কাউন্সিলর  ও মেয়র মহোদয়কে সবুজবাগবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি   পিচ ঢালাই থেকে আর সি সি ঢালাই হওয়ায় এটি আগের তুলনায় অনেক বেশী টেকসই হবে বলে আমার বিশ্বাস।

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম,  উপসহকারী প্রকৌশলী হুমায়ন কবীর,  ঠিকাদার জাহেদ আল মাসুদ সিম্পল,  পৌর ওয়ার্ক এ্যাসিসটেন্ট হেলাল  উদ্দীন,  সবুজবাগ সিবিও প্রতিনিধি জাকির হোসেন  সনি,  সবুজবাগ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় সড়কের উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

বগুড়ায় পৌরসভার  নিজস্ব  অর্থায়নে ৮ নম্বর  ওয়ার্ডের  সড়ক সংস্কার  কাজের উদ্বোধন  করা হয়েছে । উদ্বোধন করেন   পৌর  মেয়র  রেজাউল  করিম  বাদশা ও ৮ নম্বর  ওয়ার্ড  কাউন্সিলর এরশাদুল  বারী  এরশাদ ।

 

বগুড়া  পৌরসভার  ৮  নম্বর  ওয়ার্ডের সবুজবাগ  এলাকার বুলুর দোকান থেকে কৃষি ফার্ম সংযোগ সড়কের কালভার্ট পর্যন্ত সড়কটির বেহাল দশা ছিলো । জনসাধারণের  যাতায়াতের সুবিধার্থে  পৌরসভার নিজস্ব  অর্থায়নে উন্মুক্ত  নিলামের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে সড়ক সংস্কারের কাজটি সম্পন্ন হচ্ছে  আসন্ন বর্ষার আগেই সড়কটি মজবুত করে  আর.সি.সি  ঢালাইয়ের মাধ্যমে সুসম্পন্ন হবে জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

 

কাউন্সিলর এরশাদ বাংলাপ্রেসকে বলেন- বিগত সময়ে এলাকা ভিত্তিক টেকসই উন্নয়নের কোন পরিকল্পনা ছিলো না।  দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর থেকেই চেস্টা করছি সীমিত বাজেটের মধ্যে সঠিক পরিকল্পনার মাধ্যমে ৮ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম চলমান রেখেছি ; তারই ধারাবাহিকতায় সবুজবাগ-সেউজগাড়ী পালপাড়া- জামিলনগর – মালগ্রামের এই সংযোগ সড়কটি আর সি সি ঢালায় হচ্ছে।

 

 

স্হানীয় বাসিন্দা বাবুল জানান- এই সড়কটি নিচু ও জনবহুল।  অল্প বষ্টিতে জলাবদ্ধ হয়।  সড়কটি সংস্কার হওয়ার চলাচলের সুবিধা হবে।

 

সবুজবাগ মহল্লা ভিত্তিক সংগঠন সি বি ও এর কোষাধ্যক্ষ জাকির হোসেন সনি জানান-  বর্তমান কাউন্সিলর  ও মেয়র মহোদয়কে সবুজবাগবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি   পিচ ঢালাই থেকে আর সি সি ঢালাই হওয়ায় এটি আগের তুলনায় অনেক বেশী টেকসই হবে বলে আমার বিশ্বাস।

বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম,  উপসহকারী প্রকৌশলী হুমায়ন কবীর,  ঠিকাদার জাহেদ আল মাসুদ সিম্পল,  পৌর ওয়ার্ক এ্যাসিসটেন্ট হেলাল  উদ্দীন,  সবুজবাগ সিবিও প্রতিনিধি জাকির হোসেন  সনি,  সবুজবাগ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।