চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হয়েছে। কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বেলা ১১ টার পরিবর্তে সোয়া ১১ টায় শুরু হয়েছে ভর্তি পরীক্ষা।
উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেছেন, গতকাল সোমবার রাতে প্রবল বৃষ্টি হয়েছে। এতে লাইনে সমস্যার কারণে শাটল ট্রেন ছাড়েত দেরি হয়েছে। তাই আমরা পরীক্ষা ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের দেরি হলেও পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
এর আগে সকাল পৌনে ১০টায় পরীক্ষার হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ মিনিট পরে পরীক্ষা শুরু হয়েছে।
আগামী বৃহস্পতি, শুক্র, শনি, সোম ও মঙ্গলবার (২৩ মে পর্যন্ত)-এই সাত দিন শাটল ট্রেন নয়বার যাওয়া-আসা করবে। এই দিনগুলোয় নগরের বটতলী থেকে সকাল ৬টা, সকাল ৬টা ৩০ মিনিট, সকাল সোয়া ৮টা, সকাল পৌনে ৯টা, বেলা ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বেলা ৩টা, বিকেল ৪টা ও রাত ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশে ট্রেন ছেড়ে আসবে।
আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, সকাল ৭টা ৩৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, সকাল ১০টা, বেলা ১টা, বেলা ১টা ৩০ মিনিট, বিকেল ৫টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৯টা ১০ মিনিটে নগরের বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।
এদিকে এ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হলো এবারের ভর্তিযুদ্ধ। কাল বুধবারও এ ইউনিটের পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা চলবে ২৫ মে পর্যন্ত। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ২ লাখ ৫৬ জন।
অন্যদিকে, ২১, ২৪ ও ২৫ মে-এই তিন দিন শাটল যাওয়া-আসা করবে সাতবার। সকাল ৭টা ৩০ মিনিট, সকাল ৮টা, সকাল ১০টা ৫ মিনিট, সকাল ১০টা ৪০ মিনিট, বেলা ২টা ৫০ মিনিট, বেলা ৩টা ৫০ মিনিট ও রাত ৮টা ৩০ মিনিটে নগরের বটতলী থেকে ট্রেনটি ছাড়বে।
এ ছাড়া ক্যাম্পাস থেকে ছাড়বে সকাল ৮টা ৪৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, বেলা ১টা ৩০ মিনিট, বেলা ২টা ৩০ মিনিট, বিকেল ৪টা ১৫ মিনিট, বিকেল ৫টা ৪০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। ট্রেনটির বটতলী থেকে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস থেকে বটতলী পর্যন্ত যাতায়াত করতে সময় লাগে প্রায় এক ঘণ্টা।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবারও সকাল-বিকেল দুটি শিফটে অনুষ্ঠিত হচ্ছে। সকালের শিফটে পরীক্ষার্থীদের সকাল পৌনে ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর ১০টা ১৫ মিনিটে ওএমআর ফরম বিতরণ শুরু হবে। পরীক্ষা শুরু ও প্রশ্নপত্র বিতরণ করা হবে বেলা ১১টায়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। আর বিকেলের শিফটে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে বেলা ২টা ১৫ মিনিটে, ওএমআর ফরম বিতরণ ২টা ৪৫ মিনিটে আর পরীক্ষা শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে।
আজ বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত বিভাগ নিয়ে গঠিত এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। কালও এই ইউনিটের পরীক্ষা হবে।
এই দুই দিন সকাল-বিকেল মোট চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সকালের শিফটে মোট পরীক্ষার্থী ১৮ হাজার ৬৬৫, বিকেলের শিফটে ১৮ হাজার ৬৬৫। কাল সকালের শিফটে ১৮ হাজার ৬৬৫ ও বিকেলে ১৮ হাজার ৬৬৪ জন পরীক্ষা দেবেন।
আগামী বৃহস্পতি ও শুক্রবার কলা ও মানববিদ্যা অনুষদ নিয়ে গঠিত বি ইউনিট, শনিবার ব্যবসায় প্রশাসন অনুষদ নিয়ে গঠিত সি ইউনিট এবং সবার জন্য উন্মুক্ত ডি ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।
এ ছাড়া ডি-১ ও বি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৫ মে।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd