
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর কাকরাইল মোড় থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় খালেদা জিয়াসহ আটক হওয়া সব নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সুগম করার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।