রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ১৬৮৮ বার পড়া হয়েছে

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। তারা মিয়ানমারে ফেরত যেতে নির্ধারিত প্রথম ব্যাচের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে চলতি মে মাসে বা সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ জন রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে তারা যেসব পর্যবেক্ষণ উল্লেখ করেছেন তা ইতোমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। আশা করছি, তারা রোহিঙ্গাদের পর্যবেক্ষণের জবাবে আরও তথ্য দেবেন, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশে আসছে

আপডেট সময় : ০৯:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার কথা রয়েছে। তারা মিয়ানমারে ফেরত যেতে নির্ধারিত প্রথম ব্যাচের রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে চলতি মে মাসে বা সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, গত ৫ মে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল এবং প্রত্যাবাসনের প্রথম ব্যাচের অন্তর্ভুক্ত ২০ জন রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সফর করেন। সরেজমিন রাখাইন সফর শেষে ফিরে তারা যেসব পর্যবেক্ষণ উল্লেখ করেছেন তা ইতোমধ্যে মিয়ানমারকে জানানো হয়েছে। প্রত্যাবাসনের জন্য নির্বাচিত রোহিঙ্গাদের সঙ্গে নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের একটি প্রতিনিধি দল মে মাসে বা তার নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন। আশা করছি, তারা রোহিঙ্গাদের পর্যবেক্ষণের জবাবে আরও তথ্য দেবেন, যা রোহিঙ্গাদের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও জানান, সাইক্লোন মোখায় মিয়ানমারের রাখাইনে অনেক ক্ষতি হয়েছে। তাই মিয়ানমারের প্রতিনিধি দল ঠিক কবে আসবে বা প্রত্যাবাসন কবে শুরু হবে তার তারিখ এখনো ঠিক হয়নি।