আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না। ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। না হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে আপনাদের কীভাবে শৃঙ্খলায় আনতে হবে।
আজ বৃহস্পতিবার আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নানক বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে তখন এটি ভালো লাগে না, পার্টির ভালো লাগছে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে। সেই আন্তর্জাতিক মোড়ল যারা আমার স্বাধীনতার বিপক্ষে, সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পণ্ড করে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।
দুনিয়ার কোনো দেশের রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, এ বাঙালি অদম্য বাঙালি। এগিয়ে যেতে জানে। এ বাঙালি শক্তিশালী পাকিস্তানির বিরুদ্ধে লড়াই করেছে, এই বাঙালি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে, এই বাঙালি জাতিকে কোনো ভয় দেখিয়ে লাভ হবে না।
একাডেমির গভর্নিং বোর্ডের সভাপতি আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন কাউন্সিলর ফোরকান হোসেন ও অধ্যক্ষ ফারজানা ইয়াসমিন।
চেয়ারম্যান : মিসেস সাজিয়া আইরিন
সম্পাদক মন্ডলির সদস্যআবু জাফর মনসুর আহম্মেদ
মোঃ লুৎফর রহমান
সম্পাদক ও প্রকাশক : রোটারিয়ান এম নাজমুল হাসান
©Dynamic Media Action Ltd