ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কোহলি টিকে রাখলো ব্যাঙ্গালূরুকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ১৬৫৫ বার পড়া হয়েছে

বিরাট কোহলির সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে টুর্নামেন্টের ৬৫তম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।
হায়দারাবদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্যাঙ্গালুরু। টপ-অর্ডারদের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ১০৪ রান করেন ক্লাসেন। ব্যাঙ্গালুরুর নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েল ২টি উইকেট নেন।
জবাবে ১০৭ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে ১২টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে ১০০ রানে থামেন কোহলি। এবারের আইপিএলে প্রথম ও ব্যাঙ্গালুরুর হয়ে ষষ্ঠ সেঞ্চুরি করেন  কোহলি। আইপিএলে একটি দলের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ক্রিস গেইল ব্যাঙ্গালুরুর হয়ে এবং জশ বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে ৫টি করে সেঞ্চুরি করেন।
কোহলির পর ৭টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে আউট হন ডু প্লেসিস। দলীয় ১৭৭ রানে কোহলি ও ডু প্লেসিসের বিদায়ের পর ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল। ম্যাক্সওয়েল ৫ ও ব্রেসওয়েল ৪ রানে অপরাজিত থাকেন।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ব্যাঙ্গালুরু। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো হায়দারাবাদ।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোহলি টিকে রাখলো ব্যাঙ্গালূরুকে

আপডেট সময় : ০৯:০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

বিরাট কোহলির সেঞ্চুরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌঁড়ে ভালোভাবেই টিকে আছে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে টুর্নামেন্টের ৬৫তম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদকে।
হায়দারাবদের মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্যাঙ্গালুরু। টপ-অর্ডারদের ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকার হেনরিচ ক্লাসেনের সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দারাবাদ। ৮টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ১০৪ রান করেন ক্লাসেন। ব্যাঙ্গালুরুর নিউজিল্যান্ড স্পিনার মাইকেল ব্রেসওয়েল ২টি উইকেট নেন।
জবাবে ১০৭ বলে ১৭২ রানের উড়ন্ত সূচনা করেন ব্যাঙ্গালুরুর দুই ওপেনার কোহলি ও অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করে ১২টি চার ও ৪টি ছক্কায় ৬৩ বলে ১০০ রানে থামেন কোহলি। এবারের আইপিএলে প্রথম ও ব্যাঙ্গালুরুর হয়ে ষষ্ঠ সেঞ্চুরি করেন  কোহলি। আইপিএলে একটি দলের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ক্রিস গেইল ব্যাঙ্গালুরুর হয়ে এবং জশ বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে ৫টি করে সেঞ্চুরি করেন।
কোহলির পর ৭টি চার ও ২টি ছক্কায় ৪৭ বলে ৭১ রান করে আউট হন ডু প্লেসিস। দলীয় ১৭৭ রানে কোহলি ও ডু প্লেসিসের বিদায়ের পর ব্যাঙ্গালুরুর জয় নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল। ম্যাক্সওয়েল ৫ ও ব্রেসওয়েল ৪ রানে অপরাজিত থাকেন।
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ব্যাঙ্গালুরু। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো হায়দারাবাদ।