ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নিন্দা ইমরান খানের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ১৬৬৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে হামলার তদন্তে একটি স্বাধীন এবং নিরেপক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৮ মে) লাহোরের জামান পার্ক এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, সম্প্রতি লাহোরে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা কে করছে না? একজন পাকিস্তানির নাম বলুন যে এ ঘটনার নিন্দা করছে না।

 

তিনি বলেন, সবাই তার নিন্দা করছে, আমিও নিন্দা জানাচ্ছি, কিন্তু দুঃখজনক হলো-এই হামলার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে পিটিআইকে দায়ী করা হচ্ছে।৭০ বছর বয়সী পাকিস্তানের বিরোধীদলীয় নেতা বলেন, ‘সামরিক বাহিনীর ভবনটি পুড়িয়ে দেয়ার পর আমাদের ওপর ইচ্ছাকৃতভাবে দোষ চাপানোর চক্রান্ত চলছে। গত ২৭ বছর ধরে রাজনীতি করছি। এই গোটা ক্যারিয়ারে আমি কি কখনও দাঙ্গা-হাঙ্গামা কিংবা জ্বালাও-পোড়াও আন্দোলনের পক্ষে কোনো কথা বলেছি? আমি বরাবরই আইন ও সাংবিধানিক কাঠামোর মেনে শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলনের পথে পিটিআইকে চালিত করেছি।’

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয় পাকিস্তাননের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানকে। এরপরই গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।
 
প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে পুলিশের বাধার কারণে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েক ডজন।
 
সামরিক বাহিনীর অবশ্য এ ব্যাপারটিকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন, যারা হামলা-ভাঙচুর চালিয়েছে-তাদেরকে সামরিক আইনের আওতায় বিচার করা হবে।

সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান দাবি করেন, সামরিক বাহিনীর স্থাপনায় হামলার জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)নেতৃত্বাধীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হলে ‘প্রকৃত সত্য’ বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
 
তিনি বলেন, ‘পিডিএম পাকিস্তানের রাজনীতিতে পিটিআইকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। সামরিক স্থাপনায় হামলাও সেই ষড়যন্ত্রের অংশ। আমি জোর দিয়ে বলতে চাই-একটি নিরপেক্ষ স্বাধীন কমিটির মাধ্যমে এসব ঘটনার তদন্ত করা হোক। তাহলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে।’
 
এদিকে শুক্রবার (১৯ মে) লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালত থেকে তিন মামলায় আগাম জামিন পেয়েছেন ইমরান খান। জামিন পাওয়ার পরই নিজ বাসভবনে ফিরে এসেছেন বলে খবরে বলা হয়েছে।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নিন্দা ইমরান খানের

আপডেট সময় : ০৯:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

পাকিস্তানের সামরিক বাহিনীর স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে হামলার তদন্তে একটি স্বাধীন এবং নিরেপক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৮ মে) লাহোরের জামান পার্ক এলাকার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, সম্প্রতি লাহোরে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা কে করছে না? একজন পাকিস্তানির নাম বলুন যে এ ঘটনার নিন্দা করছে না।

 

তিনি বলেন, সবাই তার নিন্দা করছে, আমিও নিন্দা জানাচ্ছি, কিন্তু দুঃখজনক হলো-এই হামলার জন্য উদ্দেশ্যপূর্ণভাবে পিটিআইকে দায়ী করা হচ্ছে।৭০ বছর বয়সী পাকিস্তানের বিরোধীদলীয় নেতা বলেন, ‘সামরিক বাহিনীর ভবনটি পুড়িয়ে দেয়ার পর আমাদের ওপর ইচ্ছাকৃতভাবে দোষ চাপানোর চক্রান্ত চলছে। গত ২৭ বছর ধরে রাজনীতি করছি। এই গোটা ক্যারিয়ারে আমি কি কখনও দাঙ্গা-হাঙ্গামা কিংবা জ্বালাও-পোড়াও আন্দোলনের পক্ষে কোনো কথা বলেছি? আমি বরাবরই আইন ও সাংবিধানিক কাঠামোর মেনে শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলনের পথে পিটিআইকে চালিত করেছি।’

গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয় পাকিস্তাননের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানকে। এরপরই গ্রেফতারের প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।
 
প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে পুলিশের বাধার কারণে বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় অন্তত ৮ বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় আরও কয়েক ডজন।
 
সামরিক বাহিনীর অবশ্য এ ব্যাপারটিকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে। প্রাথমিক উত্তেজনা কেটে যাওয়ার পর সেনাপ্রধান আসিম মুনির জানিয়েছেন, যারা হামলা-ভাঙচুর চালিয়েছে-তাদেরকে সামরিক আইনের আওতায় বিচার করা হবে।

সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান দাবি করেন, সামরিক বাহিনীর স্থাপনায় হামলার জন্য ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)নেতৃত্বাধীন জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। একটি স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করা হলে ‘প্রকৃত সত্য’ বেরিয়ে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
 
তিনি বলেন, ‘পিডিএম পাকিস্তানের রাজনীতিতে পিটিআইকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। সামরিক স্থাপনায় হামলাও সেই ষড়যন্ত্রের অংশ। আমি জোর দিয়ে বলতে চাই-একটি নিরপেক্ষ স্বাধীন কমিটির মাধ্যমে এসব ঘটনার তদন্ত করা হোক। তাহলেই প্রকৃত সত্য বের হয়ে আসবে।’
 
এদিকে শুক্রবার (১৯ মে) লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালত থেকে তিন মামলায় আগাম জামিন পেয়েছেন ইমরান খান। জামিন পাওয়ার পরই নিজ বাসভবনে ফিরে এসেছেন বলে খবরে বলা হয়েছে।